আবুল কালাম আজাদ
দর্শন / যুক্তিবিদ্যা বিভাগ , ফেনী সাউথ- ইষ্ট ডিগ্রী কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ১৯৯৫ সালে প্রতিষ্ঠাকালীণ সময় থেকে এ কলেজে দর্শন/ যুক্তিবিদ্যা বিভাগ শিক্ষার্থীদের মনে মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা- মূল্যবোধ ও যুক্তিসম্পন্ন মানুষ হিসেবে তৈরী করতে গুরুত্বপৃর্ণ অবদান রেখে চলছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দর্শন/যুক্তিবিদ্যা বিভাগ গত ৫ বছর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আর এসব কার্যক্রমকে শিক্ষক- শিক্ষার্থীরা তাদের নিরলস শ্রম দিয়ে সফল করেছে। ৫ মিনিটে যুক্তিবিদ্যা শেখা, কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের সর্বোচ্চ জিপিএ অর্জন, অন্যান্য সকল বিষয় থেকে যুক্তিবিদ্যায় সর্বোচ্চ জিপিএ পাওয়া, বিদেশী শিক্ষক- শিক্ষার্থীর সাথে শিক্ষা ও সংস্কৃতি বিনিমযের সুযোগ প্রদান, বিভাগের নিজস্ব পরিকল্পনায় বিভিন্ন সহ পাঠ, বিভিন্ন সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান, পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান, নৈতিকতা- মূল্যবোধে উৎসাহিত করতে বছরের সেরা আইকনিক শিক্ষার্থী, সেরা নৈতিক শিক্ষার্থী, সেরা অনুগত ছাত্র প্রভৃতি এ্যাওয়ার্ডের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এছাড়াও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রীস্মকালীন ফল উৎসব, ইফতার পার্টি, বিভিন্ন রচনা প্রতিযোগিতা, এবং এ্যালমনাই এসোসিয়েশন গঠন করার মধ্য দিয়ে দর্শন/ যুক্তিবিদ্যা বিভাগ ফেনী সহ অত্র অঞ্চলের শিক্ষার্থী- অভিভাবকদের মাঝে আর্কষণীয় বিষয় হিসেবে পরিণত হয়েছে। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি-র প্রস্তানায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও যুক্তিবোধ তৈরীতে বিশেষ গুরুত্বোরোপ করা হয়েছে আর এ লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই যুক্তিবিদ্যা/দর্শন পাঠ অনস্বীকার্য। তবে মাধ্যমিক স্তরে এ বিষয়টি না থাকায় অনেকে এ বিষয়টি সর্ম্পকে সম্যক জ্ঞান না থাকায় বিষয়টি নিয়ে কিছু বিভ্রান্তি তৈরী হয়। কিন্তু পরবর্তীতে এ বিষয়ে ভর্তি হয়ে পাস করার পরেই শিক্ষার্থীদের উচ্ছ¡াসের শেষ থাকেনা এবং সকল শিক্ষার্থীই একবাক্যে এবং কৃতজ্ঞতা স্বরূপ বলে যায় ঞযধহশং খড়মরপ.
Welcome to Department of Philosophy / Logic at Feni South-East Degree College. Department of Philosophy / Logic has been making important contributions to create the ethics-values Since its established. For the last 5 years, the Department of Philosophy / Logic has undertaken various initiative for to face the challenges of 21st century. And the teachers-students have made these activities successful with their relentless labor. Learning logic in 5 minutes, achieving maximum GPA for lower categories students, getting maximum GPA in logic from all other subjects, providing opportunity to exchange education and culture with foreign teachers-students, various co-curriculum activities, launching several healthy cultural program, cash financial support to the students, launching encouragement award system with values and morals like ‘Best Iconic student of the year, Best moral student, best loyal student, etc. The Department of Philosophy / Logic has also become an attractive topic among students and parents in the region, including Feni, through annual cultural events, summer fruit festivals, iftar parties, various essay competitions, and the formation of alumni associations. In the preamble of the National Education Policy of 2010, special emphasis has been given to creating the consciousness and rationality of the students insistence with the our great liberation war. In order to achieve this goal, learning logic / philosophy are undeniable. However, due to the lack of this subject at the secondary level, many people do not have enough knowledge about this subject and many places creates some confusion. But the students’ who admitted and passed with this subject they were excitement, gratitude and uttered the word Thanks Logic.