আমাদের সম্পর্কে
Feni south East Degree College established in 1995. from its beginning there are 4 optional subject and logic is one of them.
Simply , Thanks Logic is the name of the logic department at Feni South-East Degree College. It is the symbolic name of the Department of Philosophy or Logic of Feni South East Degree College.
Students utter the word ‘thanks’ in gratitude to logic for getting higher marks in less time, applied teaching method with pleasure, various co-curricular activities, inspirations awards, and learning to read in 5 minutes. And since then we have named this website Thanks Logic.
ফেনী সাউথ- ইস্ট ডিগ্রী কলেজ ১৯৯৫ সালে ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা – চট্রগ্রাম ট্রেন স্টেশনের মাঝে ফাজিলপুরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজটি যে কয়টি বিষয় নিয়ে যাত্রা করেছিল যুক্তিবিদ্যা তারমধ্যে অন্যতম।
সাউথ ইষ্ট ডিগ্রী কলেজে যুক্তিবিদ্যা বিভাগ একটি স্বনামধন্য বিভাগ। বর্তমানে এ বিভাগের কার্যক্রম পুরো কলেজকে ছাপিয়ে গেছে। কম সময়ে সিলেবাস শেষ করা, পাঁচ মিনিটে পড়া শেখার চ্যালেঞ্জ, সেমিষ্টার পদ্ধতিতে পাঠদান, বোর্ড পরীক্ষায় অন্য যেকোন বিষয় থেকে বেশী পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিভাগের নিজস্ব উদ্যোগে গ্রীস্মকালীন ফল উৎসব, ইফতার পার্টি, বাৎসরিক অনুষ্ঠান, বিদায় ও সমাপনী এবং এ্যাওয়ার্ড অনুষ্ঠান এ বিভাগকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গত ৪ বছর বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল , দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, অভিভাবকদের প্রশংসাগাথা কথামালা, বিদেশী প্রজেক্টে কাজ করার সুযোগ তৈরী করে দেওয়া, বিদেশী শিক্ষক – শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, এ্যালমনাই এসোসিয়েশন গঠন, এবং বিভাগের শিক্ষকদের বন্ধুত্বপৃর্ণ শিক্ষাদান এ বিভাগের পরিপৃর্ণতা দান করতে অনেকাংশে অবদান রেখেছে। সীমিত ছাত্র সংখ্যা, ডিজিটাল কøাস, এবং শিক্ষকদের আন্তরিক ও সুমিষ্ট বাচনভঙ্গি পুরো ক্লাস থাকে অংশীদারিত্বমূলক ও প্রাণবন্ত । ক্লাসের পড়া ক্লাসে মাত্র ৫ মিনিটে শেষ করাই অন্যান্য বিভাগ থেকে এ বিভাগের বোর্ড পরীক্ষার ভালো ফলাফল করার মূল নিয়ামক।যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা মনে করে এ বিভাগ কেবল পাশেই বিশ্বাসী নয় ,অর্থ্যাৎ, কেবল পাশের হার নির্ণয়ে বিশ্বাসী নয় বরং গুণগত পাস ও ভালো জিপিএতে বিশ্বাসী। যার বাসন্ত রূপ প্রতিফলিত হয়েছে গত কয়েকবছরের বোর্ড ফলাফলে। শিক্ষার্থীদের এ বিভাগের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সাইটির নাম দেওয়া হয়েছে ’থ্যাংকস লজিক’