ফেনী প্রতিনিধি

৭ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে

ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. শরীফুর রহমান আদিল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-তে তিনি ফেনী জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, জেলা শিক্ষা অফিসার এস এম সাঈদুর রহমান, জেলা ও পাঁচ উপজেলার শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

সূত্র: দৈনিক কালের কন্ঠ

ফেনীর শ্রেষ্ঠ কলেজ শিক্ষক আদিল

Leave a Comment